:

১৭ বছর পর ক্যামেরার সামনে মডেল-অভিনেতা পল্লব

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

নব্বই দশকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় সুদর্শন মডেল-অভিনেতা পল্লব। বহু বিজ্ঞাপন ও নাটকে কাজ করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান। দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন পল্লব। বিরতি ভেঙে এবার অভিনয়ে সরব হলেন তিনি। ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন এই অভিনেতা। এরই মধ্যে এল নতুন খবর। মায়ের ইচ্ছা পূরণে গেলো বছর বিয়েও করেছেন এই তারকা।
জানা গেছে, ১১ বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা দুজনের বিয়ের সিদ্ধান্ত নেন। গত বছরের ১৩ জুলাই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব। পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহি।
২০১২ সালের তাঁদের প্রথম পরিচয়। এরপর তাঁরা একে অপরের সঙ্গে কথা বলতেন। গণমাধ্যমকে পল্লব জানালেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের তাঁদের প্রার্থণায় রাখবেন এটুকু প্রত্যাশা করছেন।
অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তাঁর। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।
ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন পল্লব। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে পল্লব বলেন, ‘অনেক দিন পর কাজ করে ভালো লেগেছে। সেই ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি। এ জায়গায় আমার অনেক দিনের চেনা। তাই আবার কাজ করতে এসে নতুন মনে হয়নি। চেনা জায়গায় ফিরে নিজের প্রশান্তি অনুভব করছি।’

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *