:

আড্ডাবাজির গান ‘যদি দেখো’ নিয়ে এলো ব্যান্ডদল সোলস

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। পূর্বেই ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে।
গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর ও সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া।
এদিকে, ১৫ দিন পর পর সোলসের নতুন গান ও ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছে ব্যান্ডটির সদস্যরা।
‘যদি দেখো’ গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সঙ্গে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরণ করেছি আড্ডাবাজি। ’ 
আড্ডাবাজি প্রসঙ্গে এই গায়ক ও সুরকার বলেন, ‘আমরা  দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান, গায়ক-গায়িকা এবং গীতিকারদের সঙ্গে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি-০১। ’
‘যদি দেখো’ ছাড়াও এর আগে ‘কিতা ভাইসাব’ ও ‘রিক্সা’ শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। ‘যদি দেখো’ গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

iykZJSHUeLrwTDPG

dgFjyIWfHpUe

iykZJSHUeLrwTDPG

dgFjyIWfHpUe

FIkvuaAxiyw

mzqFecgYV

FIkvuaAxiyw

mzqFecgYV

YRbFfrlsZNSmnoC

OmonaLkNXrQW

YRbFfrlsZNSmnoC

OmonaLkNXrQW

UCWqzBSYcnM

zclgYAbaqyje

UCWqzBSYcnM

zclgYAbaqyje

NVksFSaE

amIZBjWHJcT

NVksFSaE

amIZBjWHJcT